রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন এসআই দেলোয়ার হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৫ টায় রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর নির্দেশনা এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ছোট সন্ন্যাসী এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় সন্ন্যাসী ভাইজোড়া খালের কালভার্টের উপর শুভংকর হালদার (৩৭) কে ৯ পিস ইয়াবাসহ আটক করেন। আটক শুভংকর ছোট সন্ন্যাসী গ্রামের সুধাংশু হালদারের পুত্র। এর পূর্বে সাজাপ্রাপ্ত প্রতারক একরামুল হক রাজীবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুধাংশু দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানান।
Leave a Reply