ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় ৮৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার ওজন ১১ কেজি ৩’শ ৯০ গ্রাম। মঙ্গলবার বিকেলে উপজেলার যাদবপুর গ্রামের একটি কলাবাগান থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মঙ্গলাবার রাত ৮ টার দিকে এক সংবাদ সম্মেলনের ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যাদবপুর গ্রামের একটি কলাবাগানে স্বর্ণের বারগুলো মাটিতে পুতে রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পুতে রাখা ৮৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্র্ণের বারগুলোর ওজন ওজন ১১ কেজি ৩’শ ৯০ গ্রাম এবং আনুমানিক মুল্যে প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। এগুলো অবৈধভাবে ভারতে পাচার করার জন্য সেখানে পুঁতে রাখা হয়েছিলো। সুযোগ বুঝে বিজিবির চোঁখ ফাকি দিয়ে পাচারকারীরা ভারতে পাচার করতো। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Leave a Reply