বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা সাব রেজিষ্ট্রী অফিস সম্প্রতি পরিদশর্ন করেন সংসদীয় স্থায়ী কমিটির ২নং সাব-কমিটি।
জেলা রেজির্ষ্ট্রার দীপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নওগা ২নং আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান,সরকার, হবিগঞ্জ ২নং আসনের সংসদ সদস্য আঃ মজিদ খান,গাইবাধা ১আসননের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা, সংরক্ষিত সংসদ সদস্য বেগম রুমিন ফারহানা,বটিয়াঘাটা সাব রেজিষ্ট্রার মনিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এম আব্দুল্লাহ ইবনে মাসুদ, থানার অফিসার ইনচাজর্ মোঃ শাহ জালাল, বটিয়াঘাটা প্রেসক্লাবর সাংবাদিক এড, সোহেল রানা, মহিদুল ইসলাম শাহীন, ইমরান হোসেন সুমন, দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ হালিম প্রমুখ।
বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় বিজয় দিবস পালনের এক প্রস্তুতি সভা নবাগত ইউএনও নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড ইবনে মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, অধ্যক্ষ অমিতেষ দাস, মৎস্য অফিসার মনিরুল মামুন, শিক্ষা অফিসার নারায়ণ মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস অধ্যাপক মনোরঞ্জন মন্ডলসহ সরকারী অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ। সভায় বিজয় দিবসের বিভিন্ন প্রোগ্রাম নেয়া হয়।
Leave a Reply