নিজস্ব প্রতিবেদক ঃ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়নে এবারও ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে এ বছর ১৫০ জন পরীার্থী অংশগ্রহণ করে ১৪২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে এ প্লাস ২২ জন, এ ৪০ জন, এ মাইনাস ৪৩ জন, বি ২৪ জন ও সি গ্রেডে ১৩ জন পাস করেন। পাশের হার শতকরা ৯৪.৬৮ ভাগ পাশ করেছেন। ফলাফলের দিক দিয়ে অত্র বিদ্যালয়টি উপজেলার মধ্যে সেরা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ার চম্পা বলেন, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমার স্বপ্ন, আমার সাধনা। আমার স্কুলের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্যগণের যে স্বপ্ন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়েছে শিক্ষকদের মেধা মনোনশীলতা ও অকান্ত পরিশ্রমের কারণে এরকম ফলাফল সম্ভব হয়েছে।
Leave a Reply