রূপসা প্রতিনিধি : চলতি রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রূপসায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহ দিবা শামস্ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, সুমন মন্ডল, হিমাদ্রী বিশ্বাস প্রমূখ।
কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলায় দুই হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি, ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং দুই হাজার ৫০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধান প্রদান করা হয়।
Leave a Reply