কপিলমুনি প্রতিনিধি : সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৯ বছর পূর্তিতে নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে কপিলমুনিতে আনন্দ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় র্যালীটি নিরাপদ সড়ক চাই কপিলমুনি শাখা অফিস নগরশ্রীরামপুর মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কপিলমুনি বাজার চৌরাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের বারবার নির্বাচিত সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, বিশিষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহমান, সাংবাদিক অলিউল্ল্যাহ গাজী, মনিরুল ইসলাম, নিসচা পাইকগাছা উপজেলা শাখার সদস্য ফরিদুল গাজী, রুস্তম গাজী, শ্রমিক নেতা মোসলেম উদ্দিন দয়ালসহ নিসচার উপজেলা শাখার সদস্যবৃন্দ। উক্ত আনন্দ সমাবেশে বক্তারা বলেন, পথ যেন হয় শান্তির, মূত্যুর নয়। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এ প্রতিপাদ্যর প্রতি লক্ষ্যে রেখেই আমাদের সকলকে সড়কে চলতে হবে। রাস্তা পারাপারের ক্ষেত্রে আমাদের ব্যাপক সচেতনতা অবলম্বন করতে হবে। জনবহুল রাস্তার উপর যত্রতত্র গাড়ী পাকিং থেকে বিরত থাকতে হবে।
Leave a Reply