নিজস্ব প্রতিবেদক : মহান বিজয়ের মাসে সকল শহিদ মুক্তিযুদ্ধের স্মরণে আজ ২ ডিসেম্বর বেলা ১১টায় পূর্ব রূপসায় শায়িত শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র মাজারে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, রূপসা থানা ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, এলজিইডি খুলনার সহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাস, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান, সময়ের খবর স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, এলজিইডি রূপসার উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মুসা আশিক, রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য সেখ ইলিয়াজ হোসেন, রূপসা উপজেলার ব্যক্তিগত সহকারী আব্দুল জলিল, সাঁর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিব হাসান মুন্না, পূর্ব ও পশ্চিম রূপসা মাঝি সংঘের সভাপতি মোঃ রেজা ব্যাপারী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ ব্যাপারী প্রমুখ।
Leave a Reply