বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন
জরুরী ঘোষণা :
* নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন। *  নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *
সংবাদ শিরোনাম
রামপালে নবী-রাসূল (সা.) নিয়ে কটুক্তি নারী আটক এক বছরে ৩২টি জাহাজে ১৭ হাজার ৯৪৪ গাড়ী মোংলা বন্দর দিয়ে খালাস কেশবপুর উপজেলা ভোরের সাথীদের পোষাক প্রদান কেশবপুরে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীর ক্লাস কপিলমুনিতে ব্যবসায়ী বিপ্লব সাধুর পক্ষে সংবাদ সন্মেলন রামপালে পাওয়ার গ্রীডের লাইন ঘরের উপর, আতঙ্কে বাসিন্দারা ডুমুরিয়ায় বিআরডিভি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষিপ্ত কর্মচারীরা রূপসায় চাষাবাদ ছাড়াই ঝরে পড়া ধান চাষ করে তাক লাগালেন কৃষক সুলতান রূপসায় সাবেক ইউপি সদস্য লেলিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপসায় জেলা আওয়ামীলীগ নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর গনসংযোগ

রামপালে ০৬ কেজির অধিক তামার তারসহ চোর চক্রের ০২ সদস্য আটক

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ২.৫৬ পিএম
  • ১২৯ জন পড়েছেন
রামপালে ০৬ কেজির অধিক তামার তারসহ চোর চক্রের ০২ সদস্য আটক

বিজ্ঞপ্তি : বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ হতে আনুমানিক ০৬ (ছয়) কেজির অধিক তামার তারসহ চোর চক্রের ০২ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্প।

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাগেরহাটের রামপাল উপজেলায় “বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড” এ রূপসার ইলাইপুর ৩ আনসার ব্যাটালিয়ন সদস্যরা দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে এবং বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান প্লান্টের কাজে ব্যবহৃত মূল্যবান চোরাই মালামালসহ চোরাকারবারিদের আটক করেছে।
এরই ধারাবাহিকতায় ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি চৌকিশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আজ ১৬ জানুয়ারী সকাল ০৮:০৫ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় এবং কোম্পানী কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ হতে সন্দেহভাজন ০২ (দুই) জন ব্যক্তিকে তল্লাশি করে তামার তার কাটার সরঞ্জামাদি ও ০৬ (ছয়) কেজির অধিক তামার তারসহ আটক করা হয়েছে। উক্ত চোর চক্রের সদস্যের নাম (১) মো: ইফাজুল ইসলাম, (১৮) পিতা: মৃ-আব্দুর রহমান, গ্রাম: বানস্বরদী, ডাকঘর: সোনাডাঙ্গা, উপজেলা: সোনাডাঙ্গা, জেলা: গোপালগঞ্জ (২) মো: আবু হানিফ (১৮) পিতা: নায়েব আলী মন্ডল, গ্রাম: খাড়ারা, ডাকঘর: বহলবাড়িয়া, উপজেলা: মিরপুর, জেলা: কুষ্টিয়া। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৬,০০০/- (ছয় হাজার) টাকা প্রায়।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেছেন এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয় এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত মে ২০২২খ্রি. হতে অদ্যবধি পর্যন্ত ৫০টির অধিক অভিযানে প্রায় ৫৩,০৩,৮০০/- (তেপান্ন লক্ষ তিন হাজার আটশত) টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

নিচে আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published.

ThemesBazar-Jowfhowo
# নতুন সকাল ডটকম, খুলনা রূপসা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। # এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।