আশরাফুল আলম, ডুমুরিয়া : উপজেলার থুকড়া বাজারে বুধবার দিবাগত রাতে ২ টি দোকানের নগত টাকা,মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় এক দোকানের মালিক মঈনুল হক উজ্জ্বল বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও বাজার কমিটি সূত্রে জানাযায়, ডুমুরিয়ার থুকড়া বাজারের মনোয়ারা টেলিকম নামে একটি মোবাইল ফোন বিক্রয়ের দোকান থেকে বুধবার রাতে দোকানের ঘরের পিছনের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে ঢুকে অর্ধ শতাধিক মোবাইল ফোন সেট, মেমোরি কার্ড, চার্জার, নগত টাকাসহ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ওই রাতে পাশাপাশি আসমা বইঘর ও স্টুডিও এর পিছনের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে ঢুকে নগত টাকা, ২টি ক্যামেরাসহ প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ বিষয় বাজার কমিটির সাধারন সম্পাদক রমজান গাজী বলেন, বাজার হিসাবে পাহারাদার কম হওয়ায় চোরেরা চুরি করার সুযোগ পেয়েছে। এ সম্পর্কে জরুরী মিটিং ডাকা হয়েছে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কি করলে ভালো হয়। অভিযোগের ভিত্তিতে রঘুনাথপুর আইসি ক্যাম্পের পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
Leave a Reply