নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে নিজ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা সদরের সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় তেরখাদা উপজেলা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে বিভিন্ন মন্দিরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। কোম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাধ সাহা, সাধারন সম্পাদক শংকর কুমার বালা, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা ডা. সুনিল কুমার বালা, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, বীর মুক্তিযোদ্ধা অসীম সাহা, পূজা উদযাপন পরিষদ নেতা অরুন কান্তি বিশ্বাস, সমীল ঢালী, নিউটন মজুমদার, হিল্লোল মল্লিক, সুজন বৈদ্য, বিপুল মল্লিক, সন্তোষ বিশ্বাস, বিল্লু মুনি, সঞ্জয় সরকার, সৌরভ সাহা সহ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply