নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে তেরখাদায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ তেরখাদা উপজেলা শাখার নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্ত এতিম, অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এমপি সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে গতকাল শনিবার (২১ জানুয়ারি) বেলা ১ টায় উপজেলা সদরের ডাকবাংলা চত্ত্বরে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন গরীব-অসহায় মানুষদের পাশে রয়েছেন। অসহায় মানুষদের শীত মৌসুমে দুর্ভোগের কথা চিন্তা করে এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান, যুবলীগ নেতা এস এম ওবায়দুল্লাহ বাবু, এস এম বদরুল আলম বাবর, সেলিম আহমেদ, জাহিদ হাসান, আলমগীর শেখ, সোহেল মোল্লা, মেহেদি হাসান ফয়সাল, এফ এম মনিরুজ্জামান, কামরান শেখ, মঞ্জুর সরদার, সাগির হোসেন খোকন, এফ এম তৌহিদুল ইসলাম, আব্দুল কাদের সুজ্জন, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, যুব মহিলালীগ নেত্রী নাছিমা কবির, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ প্রমুখ।
Leave a Reply