নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ জানুয়ারি খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে খুলনার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। নগর ও জেলা যুবলীগ এ মতবিনিময় সভার আয়োজক।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, সম্মেলন নতুন নেতৃত্বের জন্ম দেয়। কোনো মাদক ব্যবসায়ি যুবলীগের কমিটিতে স্থান পাবে না। যুবলীগেরব নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের ঘরে ঘরে গিয়ে অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। যুবলীগ নেতা-কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র কৃষকদের জমির ধান কর্তন করে সহযোগিতা করেছেন। এদিকে সড়কে যানবাহন চলাচল ব্যবস্থা নিশ্চিত করে যুবলীগের সম্মেলন করতে হবে।
সম্মেলনে দশ হাজার চেয়ার,এক হাজার ১৭০ জন কাউন্সিলর, লক্ষাধিক ডেলিগেট ও নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
সভায় বক্তৃতা করেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে সুব্রত পাল, এড. শামীম আল সাইফুল সোহাগ, জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি, সাংবাদিক এসএম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী, আবু তৈয়ব মুন্সি, মোঃ হুমায়ুন কবীর, মোঃ বাবুল আক্তার, নূর ইসলাম রকি, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,
জেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা যুবলীগের সদস্য মোঃ নূরুজ্জামান প্রমুখ।
Leave a Reply