ডুমুরিয়া প্রতিনিধি : উপজেলার ১৪ টি ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ইটভাটা শ্রমিক সমিতির আয়োজনে খর্ণিয়া বাজার ভদ্রদিয়া সড়কে হাজার হাজার শ্রমিকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক ঘন্টা সড়কের দুই পাশের দোকান ও যান চলাচল বন্ধ থাকে। উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শ্রমিক শেখ শহীদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে শ্রমিকরা বক্তব্যদেন।
সভায় বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হলে হাজার হাজার ভাটা শ্রমিকের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। ফলে সব বেকার হয়ে পড়বে। এ কারণে উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ সকল ধরনের অপকর্ম বেড়ে যাবে। অতএব সরকারের উচিত ইটভাটা মালিকদের একটা নিয়মের মধ্যে রেখে ভাটা চালু রাখা। হাইকোর্ট উপজেলার ১৪ টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছে। সেই সুবাদে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইন রক্ষার্থে ও সরকারি সম্পত্তি উদ্ধারে ভাঙ্গা ভাঙ্গীর দিকে যাচ্ছেন বলে জানাযায়। তবে শ্রমিকের কথা বিবেচনা করে ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভাটা শ্রমিক সমিতি।
Leave a Reply