সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
জরুরী ঘোষণা :
নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন। নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *

কোটচাঁদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১০.১০ পিএম
  • ৩৮ জন পড়েছেন
কোটচাঁদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।শনিবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার শিঙ্গিয়া গ্রামের হালদার পাড়া যুব সংঘের উদ্যোগে ও সিঙ্গিয়া আইপিএম কৃষি মোর্চার সহযোগিতায় স্থানীয় বলুহর বাঁওড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ৮টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চ ল।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা কৃষি অফিসার মো. মহাসিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স য় কুমার, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে শিঙ্গিয়া গ্রামের হালদার পাড়া এলাকার বাঁওড় পাড়ে। দূর-দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী শত শত মানুষ নৌকাবাইচ দেখতে আসেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন। বিশেষভাবে তৈরিকৃত এই বাইচের নৌকাগুলোকে খুব যতœ করে পরিচর্যা করেন বাইচালরা। প্রতিটি নৌকাতে ৫০ থেকে ৫২ জন করে বাইচাল থাকেন। একজন ধরেন হাল আর দুইজন ছন্দে ছন্দে উৎসাহ যোগান খেলোয়ারদের। বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নৌকাবাইচ এলাকা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল আজম খাঁন চ ল বলেন, নৌকাবাইচ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মূল অনুষঙ্গ। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। এতে গ্রামবাংলার সাধারণ মানুষ আনন্দ উপভোগ করার সুযোগ পান। খেলাধুলা মানুষকে সকল অনৈতিক কাজ থেকে দূরে রাখে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে খেলাধুলায় আগ্রহী করতে প্রতি বছর কোটচাঁদপুর বাওড়ে আয়োজন করা হয় নৌকাবাইচ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুকুল হোসেন ও তার দল। দ্বিতীয় স্থান অধিকার করেন ঝাড়– হালদার ও তার দল। বিজয়ীদের মাঝে পুরস্কারের নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

নিচে আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published.

ThemesBazar-Jowfhowo
# নতুন সকাল ডটকম, খুলনা রূপসা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। # এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।