ডুমুরিয়া প্রতিনিধি : রবিবার সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরের পাশে মৎস অধিদপ্তরাধিন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফেসারিজ প্রজেক্ট, কম্পোনেন্ট -৩ ডুমুরিয়া উপজেলা আওতাধীন মৎস্যজীবি গ্রাম সমিতির বেকার যুব ও মৎসজীবীদের ৩৬০ ঘন্টা ব্যাপী অনাবাসিক কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
এফডিএফ”র বাস্তবায়নে প্রশিক্ষণের উদ্বোধন করেন, প্রধান অতিথি এজাজ আহমেদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, খুলনার এফডিএফ’র সমন্বয়কারী কাজল চন্দ্র দে। অন্যান্যর মধ্যে ছিলেন, শরীফ হাসান কবির,কামরুজ্জামান জামান প্রমূখ। সঞ্চালনায় ছিলেন, ইউসুব আলী।
Leave a Reply