নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার বাগমারা গ্রামের (উত্তর পাড়া) অসহায় রাকিব (২৪) বাঁচতে চায়। মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সে বর্তমানে ঢাকাস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম রাকিবের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।
যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভবনা। তাই তার অসহায় মা নাছিমা বেগম সমাজের বিত্তবানদের নিকট সাহায্য প্রার্থনা করেছেন।
সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৩১৫-৩১০৩৬১।
রাকিবের মা নাছিমা বেগম জানান, রাকিব ছোট থাকতে তার বাবা রাজু ইসলাম তাদের ফেলে রেখে চলে যায়। সেই থেকে অভাব অনটনের মাঝে রাকিবকে বড় করে তোলে সে। কিন্ত গত কয়েক বছর ধরে রাকিব প্রায় অসুস্থ হয়ে পড়তে থাকে। সম্প্রতি সে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে রাকিবকে ডা. পার্থ ঘোষ এর তত্ত্বাবধানে খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার নানা প্রকার পরীক্ষা-নিরিক্ষা করার পর ব্লাড ক্যন্সার ধরা পড়ে।
তখন চিকিৎসকের পরামর্শে ২৯ জানুয়ারী রাকিবকে ঢাকাস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য নিয়ে চিকিৎসার অর্থ সংগ্রহ করছেন মা নাছিমা বেগম। তবে এই সাহায্যের অর্থ প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। তাই তিনি সমাজের বিত্তবানদের সাহায্য প্রার্থনা করেছেন।
Leave a Reply