নিজস্ব প্রতিবেদক : রূপসার দেবীপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য ও রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সেখ জাহাঙ্গীর হোসেন মুকুল।
কলেজ অধ্যক্ষ মোঃ আতাহার আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, তিলক ছিদ্দিক-ই আকবর দাখিল মাদরাসা সুপার মাওলানা মোঃ মাহবুবুর রহমান, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান।
রূপসা মহিলা কলেজ প্রভাষক মোঃ অহিদুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন প্রভাষক দীপক কুমার দে, শিপ্রা রাণী নন্দী, সুলতানা রাজিয়া, মোঃ আসাদুজ্জামান, মোঃ আব্দুল মান্নান, তপন কুমার মন্ডল, অমিত কুমার ঘোষ, মোঃ আসাদুজ্জামান মিনা, মোঃ মানিকউজ্জামান, শারমিন সুলতানা, ফারহানা শারমিন, আয়শা আরজু, শাহারাজ শাহিন, প্রদর্শক মোঃ মানিকউজ্জামান, বিপিএড শিক্ষক চন্দ্র কান্ত মন্ডল, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আবুল কাশেম, রূপসা মহিলা কলেজের সহকারী গ্রন্থাগারিক কাজী রেহেনা পারভিন, অফিস সহকারী মোঃ জসিম উদ্দিন, মোঃ অহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply