নিজস্ব প্রতিবেদক : র্যাব-৬ এর অভিযানে ফুলতলা হতে ০২টি বন্দুকসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ০১ ফেব্রুয়ারি র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাত ১১টা ১০ মিনিটে খুলনা জেলার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সাহিদুল ইসলামকে (২৩) গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দোনালা বন্দুক ও ০১টি একনাল বন্দুক উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply