সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন
জরুরী ঘোষণা :
নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন। নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *
সংবাদ শিরোনাম

ডুমুরিয়ায় ৭ম শ্রেণীর ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.০৪ পিএম
  • ৯৯ জন পড়েছেন
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭তম শ্রেণীর ছাত্র নিরব (১৪) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয় ৫ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
এলাকা সূত্রে জানাযায়, উপজেলার গুটুদিয়া পূর্বপাড়ার শেখর মন্ডলের ছেলে নিরব মন্ডল বৃহস্পতিবার সকালে স্কুলে যায়। তারপর ৫ ছাত্রকে স্কুলের ভিতর সিগারেট টানতে দেখে। নিরব বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায়। এটা তারা জানতে পেরে ওই স্কুলের ছাত্র, গুটুদিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে সোহেল মোল্লা (১৫), জেলেরডাঙ্গা গ্রামের পংকজ মন্ডলের ছেলে পিতু মন্ডল(১৫) একই গ্রামের প্রকাশ মন্ডলের হিরোক মন্ডল(১৫) তেলিখালি গ্রামের অনিমেষ রায়ের ছেলে পিয়াল মন্ডল(১৬) এবং ক্ষিতিষ রায়ের ছেলে দ্বীপ রায় স্কুল ছুটির পরে সকলের অগোচরে নিরবকে কৌশলে স্কুলের পিছনে নিয়ে যায়। এবং সোহেল মোল্লা নিরব’র পিতার নিকট ৩০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এরপর কোন এক সময় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে এলাকাবাসীর ধারণা। এ দিকে নিরবের বাবা ছেলেকে খোজাখুজি করে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। তখন পুলিশ গিয়ে ওই ৫ জনকে ধরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায় স্কুলের একটি পরিত্যক্ত রুম থেকে বৃহস্পতিবার রাতে নিরবের লাশ উদ্ধার করা হয়।
প্রধান শিক্ষক শংকর মন্ডল বলেন, নিরবকে ওই দিন স্কুল থেকে নতুন বই দেওয়া হয়। পরে জানতে পারি নিরব বাড়ী ফেরেনি।
থানার ওসি কনি মিয়া জানান, নিরব নামে এক ছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিচে আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published.

ThemesBazar-Jowfhowo
# নতুন সকাল ডটকম, খুলনা রূপসা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। # এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।