নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ তেরখাদা উপজেলা শাখার আয়োজনে আগামী ২৮ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা সদরের মুক্তিযুদ্ধা কপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। দলের মধ্যে কোন্দল থাকলে দল ক্ষতিগ্রস্থ হয়। দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জনগনের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনগনকে নৌকা প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। জনগনের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা যে উন্নয়ন করেছি এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে ইনশাআল্লাহ জনগন আবারও জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করবে। ইউনিয়ন ও ওয়ার্ডের বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করার আহবানও জানানো হয়। তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া। সম্মানিত অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মুজিবুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সহ সভাপতি-রফিকুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড মোস্তাফিজুর রহমান কালু, শেখ শহিদুল ইসলাম, শিউলী সরোয়ার, জামিল খান। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বদরুল আলম বাদশা, নওয়াব আলী টিপু, জনাব আলী শেখ, আব্দুস শুকুর শেখ, খান মোহম্মাদ আলী, শেখ রাজা মিয়া, শেখ তবিবুর রহমান, এম ফরিদ আহমেদ, মোল্যা জিয়াউর রহমান, এফ এম মফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, অধ্যক্ষ মনির উদ্দীন বিশ্বাস, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মোল্যা বোরহান উদ্দিন, মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, শওকাত মোল্যা, আব্বাস মোল্যা, শহিদ মোল্যা, শাহ্ আলম, বাছিতুল হাবিব প্রিন্স, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, হাজী মকবুল হোসেন, অনাদী মোহন বিশ্বাস, শেখ শারাফাত হোসেন, শেখ ফারুক আহমেদ, কাজী আক্তার হোসেন, তোফায়েল আহমেদ, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরাঙ্গীর, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, স্বেচ্চাসেবক লীগ নেতা শেখ মোঃ আনিছুল হক, খান ফরাদুজ্জামান সুমন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, যুব মহিলালীগ নেত্রী নাছিমা কবির, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, শেখ আনারুল ইসলাম প্রমুখ।
Leave a Reply