বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোকিত সমাজ প্রতিষ্টা করতে এবং সুন্দর পৃথিবী গড়তে জ্ঞানের কাছে এসো হে নবীন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নবীন বরণ অভিভাবক সমাবেশ ও নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্প্রকে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২রা ফেব্রয়ারী) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজী, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হৃষিকেশ কুমার দাশ।
প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান এর স ালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় প্রতিষ্টাকালিন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল কুমার দেবনাথ, সদ্যবিদায়ী প্রধান শিক্ষক মৃনালকান্তি দেবনাথ, ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম ফারাজী, ৩নং ওয়ার্ড সদস্য স্বপন কুমার পাল, সাবেক সদস্য অজিত কুমার দেবনাথ, সংরক্ষিত মহিলা সদস্যা শোভা রানী ভদ্র, শেখ মোহম্মদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফেরদাউস হাজরা, আব্দুল কাদের, সুব্রত কুমার দেবনাথ, মহিলা সদস্যা নিলুফার ইয়াসমীন, শেখ সাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply