নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর লবণচরা এলাকায় র্যাব-৬ অভিযান চালিয়ে ৬টি ককটেলসহ মোঃ রাসেল গাজী(৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে। ৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় র্যাব এ অভিযান চালায়।
র্যাব জানায়, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ৪ফেব্রুয়ারী আনুমানিক ১০.৪০ টায় লবনচরা থানাধীন মোক্তার হোসেন রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল গাজীকে ৬টি ককটেলসহ গ্রেফতার করে। সে যশোর জেলার কোতয়ালী থানার খোড়কী গ্রামের বাসিন্দা রাসেল নগরীর লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোড, খালপাড় এলাকায় বসবাস করতো।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার লবনচরা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply