মোংলা প্রতিনিধি : ইয়ারা বিক্রি করার সময় এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন’র সদস্যরা। রোববার গভীর রাতে মোংলা স্থায়ী বন্দর সংলগ্ন পিকনিক কর্নার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৫ ফেব্রয়ারী গভীর রাতে মোংলা পিকনিক কর্নারে অভিযান চালায় কোস্টগার্ড। এ অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক একজন মটরসাইকেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ১৮৭ পিস ইয়াবা সহ আটক করে কোস্টগার্ড। মাদক ব্যাবসায়ীর কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক মাসুদ (৩২) মোড়েলগঞ্জ উপজেলার মোঃ শহিদুল ইসলাম ব্যাপারীর ছেলে। সে খুলনা সদর উপজেলার ২নং কাস্টম ঘাট এলাকার বসবাস করলেও আসল বাড়ী মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের ফকির বাড়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় ওসি মোহাম্মাদ মনিরুল ইসলাম।
Leave a Reply