সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১০ অপরাহ্ন
জরুরী ঘোষণা :
নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন। নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *

স্লুইস গেট বন্ধের কারনে শোলমারী নদী ভরাট হচ্ছে

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০৬ পিএম
  • ৫২ জন পড়েছেন
স্লুইস গেট বন্ধের কারনে শোলমারী নদী ভরাট হচ্ছে

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রযাহিতএক সময়ের খরস্রোতা শোলমারী নদী পানি প্রবাহের অভাবে ভরাট হয়ে এখন অস্থিত সংকটে ভুগছে।কাজীবাছা ও শোলমারী নদী মোহনায় চর জেগে ওঠায় গত কয়েক বছর ধরে নদীর প্রবাহ কমতে থাকে। সেই সাথে নদীর দুপারের স্লুইস গেটগুলোর বাইরের মুখ পলি জমায় বিলের পানি বের হতে পারে না। ফলে নদীতে জমা পলি স্রোতের অভাবে নদীতেই জমে থাকে। এমনি করে দিনের পর দিন পলি জমা পড়তে পড়তে চর গড়ে ওঠে। এভাবে দুপারে শক্ত চর ওঠায় স্লুইস গেটের মুখ বন্ধ হয়ে যায়। গত কয়েক মাস আগে নদী রক্ষা কমিটির এক সভা বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নদী রক্ষা নদীর উপপ্রধান উপজেলার সাবেক ইউএনও বেলাল হোসেন খান এ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার তারা,উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যানদের স্লুইস গেটগুলো চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্ব দেয়া হয়। কিন্তু এপর্যন্ত গেট খোলার কোন ব্যাবস্থাই হয়নি।এছাড়া খুলনা ১ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপরও গেট খোলার তত্বাবধানের দায়িত্ব দেয়া হয়। তারাও ঠিকমত দায়িত্ব পালন না করায় গেট এখনও খোলেনি। অথচ নদী বাঁচাতে হলে গেট থেকে বিলের পানি সরাতে হবে। জনমনে প্রশ্ন উঠছে,তাহলে নদীর নাব্যতা বজায় রাখতে হলে স্লুুইস গেটগুলো চালুর ব্যবস্থা একান্ত জরুরী। বিষয়টি নিয়ে এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্ন। প্রধান মন্ত্রী বরাবর শোলমারী, শালতা নদী পুনঃখননের দাবী জানান হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিচে আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published.

ThemesBazar-Jowfhowo
# নতুন সকাল ডটকম, খুলনা রূপসা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। # এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।