মোংলা প্রতিনিধি : বন রক্ষীদের দেখে মাংস ও নৌকা ফেলে পালালো কয়েকজন হরিণ শিকারী। পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের চিলা এলাকা এ ঘটনা ঘটরেও সেখান থেকে ২০ কেজি হরিণের মাংস, একটি ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। রোববার (৫ ফেব্রয়ারী) রাতে পূর্ব সুন্দরবন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন সংলগ্ন ইসহাকের ছিলা খাল এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়। তবে এ সময় কোন শিকারীকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন থেকে একদল হরিণ শিখারী বনের মায়াবী হরিণ জবাই করে তা নৌকা যোগে লোকালয় নিয়ে যাচ্ছে এমন খবর আসে বন বিভাগের কাছে। সাথে সাথেই কয়েকজন বন রক্ষীদের সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় চোরা শিকারীরা। তখন হরিণ শিকারীদের রেখে যাওয়া নৌকায় তল্লাশী চালিে বেশ কিছু হরিণ শিকারের ফাঁদ ও একটি ডিঙ্গি নৌকাসহ পাত্রে রাখা ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে হরিণ শিকারের সাথে সংশ্লিষ্ট কোন পাচারকারীকে আটক করতে পারেনী বন রক্ষীরা বলে জানায় ষ্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান।
Leave a Reply