রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বোল বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। গতকাল বিকালে নগরীর আলুপট্টি পদ্মা মন্দির এলাকায় ৭ শতাধিক শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শীতবস্ত্র বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ৯টি উপজেলা সহ নগরীতে জেলা পরিষদ শীর্তাত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচি অব্যহত রেখেছি। আমরা সুযোগ পেলে আবারো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শঙ্কর ঘোষ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম কুমার দাস, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান সোলাইমান রকি সহ অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply