সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন
জরুরী ঘোষণা :
নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন। নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *
সংবাদ শিরোনাম

প্রসূতি নারী ও নবজাতক শিশুর স্বাস্থ্যসেবার ভরসাস্থল খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.১৭ পিএম
  • ৭৪ জন পড়েছেন
প্রসূতি নারী ও নবজাতক শিশুর স্বাস্থ্যসেবার ভরসাস্থল খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : নিম্নবিত্ত অসহায় প্রসূতি নারী ও নবজাতক শিশুর বিনামূল্যে স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল খুলনা মহানগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সেবার ব্রত নিয়ে সরকারিভাবে পরিচালিত এ প্রতিষ্ঠানটিতে রয়েছে নানাবিধ সমস্যা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নি¤œবিত্ত অসহায় নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে আসছে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। এখানে একজন এনেস্থেসিয়া চিকিৎসক, একজন স্বাস্থ্য কর্মকর্তা ও ৫ জন সেবিকা রয়েছে। ভর্তি রোগীদের জন্য বেড রয়েছে ২০টি। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে নারীদের স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে, গর্ভকালীন সেবা, গর্ভোত্তর সেবা, প্রসব সেবা, সিজারিয়ান অপারেশন, প্রজনন অঙ্গে যৌনবাহিত রোগের চিকিৎসা, মেডিকেল চিকিৎসা, শিশু সেবা, স্টিল বার্থ, প্রতিষধক টিকা, মহিলা বন্ধ্যাকরণ, পুরুষ বন্ধ্যাকরণ, ইমপ্লানন, আইইউডি, ইনজেকসন, ইসিপি, এমআর, ভায়া, সিবিই এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি রয়েছেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিরালার মোঃ রকিব উদ্দীনের স্ত্রী সাজেদা বেগম (২০)। তার কোল জুড়ে রয়েছে সদ্য ভুমিষ্ট ফুটফুটে পুত্র সন্তান। তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারী এখানে ভর্তি হওয়ার পর সিজার করে পুত্র সন্তান হয়েছে। এখানকার স্বাস্থ্য সেবায় আমি ও আমার সন্তান ভালো আছি। তিনি আরো বলেন, আমাদের মত সিজারিয়ান গর্ভবতী রোগীদের নিরাপদ সন্তান প্রসবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। সিজার করা বাবদ দিতে হয়না কোন টাকা। সেইসাথে সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ।
গত ২০ ফেব্রুয়ারী থেকে এখানে ভর্তি থাকা রোগী খুলনা পুলিশ লাইন এলাকার মোহন কুমারের স্ত্রী প্রীতিলতা (২০) বলেন, এই শহরে সরকারি হাসপাতাল আরো অনেক রয়েছে। তবে এখানকার স্বাস্থ্যসেবা মনে রাখার মত। ডাক্তার ও নার্সরা রোগীর প্রতি খুবই খেয়াল রাখেন।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়িখালী গ্রামের বায়জিদ খান এর স্ত্রী রহিমা খাতুন (২০) বলেন, গত ১৮ ফেব্রুয়ারী প্রসব ব্যাথা নিয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হওয়ার পর সিজারের মাধ্যমে আমার একটা পুত্র সন্তান হয়েছে। ডাক্তার ও নার্সদের আন্তরিকতা ও স্বাস্থ্যসেবায় আমরা ভালো আছি। বিশেষ করে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাণী সাহা খুবই ভালো মানুষ। তিনি আরো বলেন, এখানে বিনামূল্যে সিজার করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ প্রদান করছে। নবজাতক সন্তান নিয়ে ভালো আছি।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বাণী সাহা বলেন, নি¤œবিত্ত অসহায় প্রসূতি নারীদের স্বাস্থ্যসেবায় অগ্রণী ভুমিকা পালন করছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। তবে প্রসূতি নারীদের স্বাস্থ্যসেবায় গড়ে ওঠা প্রতিষ্ঠানটি গর্ভকালীন সেবা, গর্ভোত্তর সেবা ও শিশু সেবাসহ বিনামূল্যে আরো বেশ কিছু স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। নারী স্বাস্থ্য সেবায় অন্যন্য ভুমিকা পালন করলেও এখানে রয়েছে জায়গার স্বল্পতা ও সেবিকাদের (এফডব্লিউভি) অনুপযোগী আবাসন ব্যবস্থা। এছাড়া পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

নিচে আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published.

ThemesBazar-Jowfhowo
# নতুন সকাল ডটকম, খুলনা রূপসা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। # এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।