নিজস্ব প্রতিবেদক : উপ-সচিব পরিচয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ঢাকাস্থ এনভয় টাওয়ার অফিসে প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করে ডিএমপির কলাবাগান থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মোঃ দ্বীন ইসলাম হোসেন ওরফে সুমন (২২) নামে এক প্রতারক প্রধানমন্ত্রী বরাবর কিছু কাগজ-পত্র নিয়ে এমপি সালাম মূর্শেদীর অফিসে আসেন এবং নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেন। তার পদবি জানতে চাইলে তিনি প্রথমে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সহকারী হিসেবে পরিচয় দেন এবং তার পরিচয়পত্র দেখতে চাইলে সেখানে দেখা যায় “উপ সচিব অর্থ ও উন্নয়ন, জন প্রসাশন মন্ত্রণালয়” লেখা। তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায় এই নামে তাদের কোন কর্মকর্তা নেই। পরবর্তিতে ডিএমপির কলাবাগান থানার পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়। জানা গেছে প্রতারক সুমনের বাড়ি খুলনা জেলা তেরখাদা উপজেলায়।
prednisone uk buy: https://prednisone1st.store/# where to buy prednisone uk
online meeting sites: good free dating wesbites – absolutely free dating sites no fees ever