রূপসা প্রতিনিধি : মানবিক সহায়তা কার্যক্রমের অঙ্গিকারে সিএসএস মাইক্রোফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় রূপসা-(২) অফিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিএসএস এর রিজিওনাল ম্যানেজার জয়ন্ত রায়।
মেডিকেল ক্যাম্পে আগত এমএফপি উপকারভোগী মা ও শিশু’র স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ডা. রওশন আরা লিজা। নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসএস রূপসা-(২) এর ম্যানেজার মো. আমিনুর রহমান।
সভায় বক্তৃতা করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. শফিকুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট মোস্তফিজুর রহমান মোস্তাক, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনারা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম প্রমুখ। সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলমান এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী ব্যবস্থাপত্র গ্রহণ করেন।
Leave a Reply