ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়ার শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অত্র কলেজ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের সভাপতি-স্মার্ট ফকিরহাট গড়ার কারিগর জননেতা স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ আঃ রাজ্জাক।
এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ সেখ মশারেফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের মহিলা সদস্য (সংরক্ষিত) সোমা ভট্টাচার্য, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ঋষিকেশ দাশ, বীর মুক্তিযোদ্ধা সুবীর মিত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর।
অনুষ্ঠানের বাস্তবায়ন নির্বাহী কমিটির আহবায়ক প্রভাষক এসএম সাইদুল আলম কামালের পরিচালনায় এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, এ্যাভোকেট হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ ফারুকুল ইসলাম ওমর, এম.ডি সেলিম রেজা, উপাধ্যক্ষ রুমা নন্দী, অনুষ্ঠান বাস্তবায়ন নির্বাহী কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মুরারী মোহন পাল, শিক্ষক প্রতিনিধি সেলিম মোল্লা, ক্রীড়া শিক্ষক সিদ্ধার্থ পাল সহ বিভিন্ন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply