শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ছেলে-বউয়ের উপর অভিমান করে চায়না বেগম (৫১) নামে এক মহিলা বিষ পানে আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় ইউপির জেলেপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না বেগম উপজেলার শ্যামকুড় ইউপির জেলেপোতা গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য তরু মিয়া জানান, নিহত চায়না বেগমের সঙ্গে তার ছেলের বউ নুরজাহানের কথা কাটাকাটি হয়। এসময় ছেলে রকিবুল ইসলাম বউয়ের পক্ষ নিয়ে মাকে মারধোর করেন। এতে চায়না বেগম অভিমান করে সকলের অগোচরে বিষপান করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, তারা খবর পেয়ে দত্তনগর ফাঁড়ির এসআই আশিষ রাতেই লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে লাশ ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে।
আরো খবর পড়ুন>>
[…] […]