নিজস্ব প্রতিবেদক : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আমেরিকান কর্ণারের উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নদীর প্রতি দায়, নদীর প্রতি কর্তব্য, নদী রক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে আমেরিকান কর্ণার খুলনা এ সেমিনারে আয়োজন করে।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে আলোচনা রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোল্যা মোঃ শফিকুর রহমান।
আলোচনা করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম ।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, ইউএস এ্যালামনাই নাজমুল আজম ডেভিড, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সিনিয়ার লেকচারার ইন ইকোনোমিক্স সাদিয়া তাসনীম, আমেরিকান কর্ণারের সাবেক কো-অর্ডিনেটর ফারজানা রহমান, একটিং কো-অর্ডিনেটর মো. মাহমুদ হাসান প্রমুখ ।
সেচ্ছাসেবক সংগঠক হিসেবে যুক্ত ছিলেন পরিবর্তন খুলনা, ইয়ুথ নেক্সাস, বিডি ক্লিন খুলনা, ছায়া বৃক্ষ এবং নর্দান ইউনিভার্সিটি ইনভাইরোন্টমেন্ট ক্লাব।
সেমিনারে বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। এ জন্য মৃতপ্রায় নদীগুলোকে দখলমুক্ত করে পুনর্জীবিত করতে হবে। শুধু মুখে নয় নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে বক্তারা সংশ্লিষ্ট সকলের কাছে নদ-নদী দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আরো খবর পড়ুন>>
Leave a Reply