ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া এসিল্যান্ড অফিসে দালালী করার অপরাধে বুধবার সকাল ১১ টায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ শত টাকার জরিমানা করা হয়েছে।
আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু।
আদালত সূত্রে জানাযায়, ডুমুরিয়া গ্রামের মৃত মাদার বাগাতীর ছেলে মহুরী ইসমাইল হোসেন সোমবার সকালে অন্য ব্যক্তির নামের নতি বা কাগজপত্র এসিল্যান্ড অফিসে জমা দেওয়ার জন্য যান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি টের পেয়ে তাকে প্রায় এক ঘন্টা অফিসে আটকীয়ে রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ এর ১৮৬ ধারা আইনে ৫ শত টাকা জরিমানা করে ও মুসলকা নিয়ে ছেড়ে দেন। তিনি দির্ঘদিন এসিল্যান্ড অফিসের পাশে সরকারি একটি পরিত্যক্ত বিল্ডিং এর ঘর দখল করে সেখানে বসে মক্কেল ধরে টাকার বিনিময় এ কাজ করে আসছেন বলে শিকার করেন। ওই ঘরে রাখা মহুরীর বাক্স ও ব্যবহার করা জিনিস পত্রসহ ঘরের চাবী এসিল্যান্ডের হেফাজাতে রেখে দেন। এ কাজে সহযোগিতা করেন, বেঞ্চ সহকারী নাসির উদ্দীন সানা (নাঈম)।
আরো খবর পড়ুন>>
Leave a Reply