নিজস্ব প্রতিবেদক : বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, অতিমারী করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠী যারা জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল সেই মানুষেরাই এখন উদ্যোক্তা। তাদের জীবন পাচ্ছে নতুন গতি । স্বপ্নহীন চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলা আজ ১৬মার্চ বৃহস্পতিবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় শরনখোলা উপজেলা পরিষদ মাঠে।উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি চলে এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী।
দিনব্যাপি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। মেলার সমাপনী অধিবেশনে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূর ই আলম সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন অওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন ও আসাদুজ্জামান মিলন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, বিআরডিবি অফিসার লাবনী খাতুন,কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,মহিদুল ইসলাম প্রেস ক্লাব সাধারন সম্পাদক,বাবুল দাস সাবেক সভাপতি প্রেস ক্লাব।রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যেক্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাকিয়া বেগম,রহিমা বেগম,রিপা আক্তার,শারমীন আক্তার ও আজগর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের আলমগীর হোসেন মীরু, মাসুদ রানা, বিপুল রায় ও খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের স্টলসমুহ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বলেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়েছে তা দিয়েই স্বাবলম্বী স্বাবলম্বী হওয়ার লড়াই সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
রূপান্তরের এ উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এ সব উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের জন্য তিনি রূপান্তরকে ধন্যবাদ জানান। মেলায় বিভিন্ন পেশার ২০জন উদ্যোক্তা মেলায় তাদের স্টল প্রদর্শন করেন। উপজেলায় ২৫৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা তাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন।
আরো খবর পড়ুন>>
Leave a Reply