সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন
জরুরী ঘোষণা :
নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন। নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *
সংবাদ শিরোনাম

রূপসায় আ’লীগের অভ্যন্তরিন দ্বন্দ্ব প্রকাশ্যে : ইউনিয়ন সভাপতির হাতে উপজেলা সম্পাদক লাঞ্ছিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৩.৫৩ পিএম
  • ১৩০ জন পড়েছেন
জেলা আ’লীগের কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা, শেষ ভরসা শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরিন দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। এযাবৎকাল এক গ্রুপ অপর গ্রুপের বিরুদ্ধে সভা সমাবেশে কুরুচিপুর্ণ বক্তব্য দিলেও এবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির হাতে লাঞ্ছিত হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গেলো বছর ১২ ডিসেম্বর উপজেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি নির্ধারণ নিয়ে বিরোধ ঘিরে মঞ্চ, প্যান্ডেল ও চেয়ার ভাংচুর করে একই দলের অপর গ্রুপ। মূল দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুষ্ঠানে প্রধান অতিথি ও জেলার শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আসবেন বলে আগে ভাগে ঘোষণা দেওয়া হলেও তার কোন তোয়াক্কা করা হয়নি। ওই ব্যাপারে ঘটনার ৬ দিন পর জেলা আওয়ামীগের সভায় বিষয়টি উত্থাপিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতে ১৪ মার্চ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর উপর হামলার ঘটনা ঘটে। আর এই হামলার ঘটনা ঘটান উপজেলার টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ ও তার সাঙ্গ পাঙ্গরা। এব্যাপারে সরদার আবুল কাশেম ডাবলু ও ইউপি চেয়ারম্যান একে অপরকে দোষারোপ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারেও ঘটনার পরদিন ১৫ মার্চ জেলা আওয়ামী লীগের সভায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে যে মুহুর্তে দল ঘর গোছাতে ব্যস্ত সেই মুহুর্তে উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরিন দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নেয়ায় দলের তৃণমূলের ত্যাগী ও সুবিধা বঞ্চিত নেতা-কর্মি এবং সাধারণ মানুষ অনেকটা হতাশ হয়ে পড়েছে। সাধারণ মানুষের ভাষ্য এ উপজেলায় আওয়ামী লীগের শত্রু এখন আওয়ামী লীগই।
তৃণমূলের ত্যাগী ও সুবিধা বঞ্চিত নেতা কর্মিরা বলেন, কিছু সংখ্যক হাইব্রিড দলে অনুপ্রবেশ করে গুরুত্বপুর্ণ পদে অধিষ্ট হয়েছেন। এরা নিজেদের আখের গোছাতে গিয়ে হাই কমান্ডের কতিপয় নেতাদের তুষ্ট করে দলের মধ্যে বিভাজন ও গ্রুপিং সৃষ্টি করে চলেছে।
হামলার শিকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু বলেন, ‘তৃণমূলে পর্যায়ে আওয়ামী লীগের সদস্য কার্ড নবায়ন তালিকা সংক্রান্ত ব্যাপারে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখের সাথে উপজেলা চত্বরে কথা হয়। একপর্যায়ে চেয়ারম্যান আমার উপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন। তিনি বলেন, এহেন ঘটনায় জাহাঙ্গীর শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। ঘটনার দিন সংশ্লিষ্ট থানায় চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ ও তার ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।’
টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু ভাইয়ের সাথে উপজেলা পরিষদ চত্বরে আমার দেখা হয়। তখন তিনি টিএসবি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সদস্য কার্ড নবায়ন তালিকা প্রসঙ্গে উল্টাপাল্টা কথা বলতে লাগলে আমি প্রতিবাদ করি। এ সময় সরদার আবুল কাশেম ডাবলু ভাই আমাকে একটা ধাক্কা দেয়। তখন আমি তাকে একটা থাপ্পড় মেরেছি।’
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেন, ‘রূপসায় দু’গ্রুপের মধ্যে কোন্দল সৃষ্টি হওয়ায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন জেলা আওয়ামী লীগ দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

 

আরো খবর পড়ুন>>

ডুমুরিয়ায় এসিল্যান্ড অফিসে দালালী করার অপরাধে ১ ব্যক্তি জরিমানা

নিউজটি শেয়ার করুন

নিচে আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published.

ThemesBazar-Jowfhowo
# নতুন সকাল ডটকম, খুলনা রূপসা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। # এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।