আশরাফুল আলম, ডুমুরিয়া : ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান। এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।
পরিচালনায় ছিলেন, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরো খবর >>>
Leave a Reply