নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে রোল মডেল হিসেবে থাকবে, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের এই রাষ্ট্রের জন্ম হত না। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ আর তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নত দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
তিনি শুক্রবার বিকালে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতী শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা আ’লীগ সহ সকল সহযোগি সংগঠনের উদ্যোগে কেক কাটা, দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, জেলা আ’লীগ নেতা অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগ নেতা বদরুল আলম বাদশা, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, জনাব আলী শেখ, শেখ রাজা মিয়া, শেখ তবিবুর রহমান, মোল্যা জিয়াউর রহমান, মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, মোল্যা বোরহান উদ্দিন, আব্বাস মোল্যা, বাছিতুল হাবিব প্রিন্স, হাজী মকবুল হোসেন, শেখ শারাফাত হোসেন, আরিফুজ্জামান অরুন, ফারুক হোসেন, খান সেলিম আহমেদ, কাজী আক্তার হোসেন, তোফায়েল আহমেদ, স্বেচ্চাসেবক লীগ নেতা বাবুল মিনা, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু প্রমুখ।
আরো খবর পড়ুন>>
Leave a Reply