আশরাফুল আলম, ডুমুরিয়া : ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের আয়োজনে ৪ দলীয় স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
শুক্রবার বিকালে ডুমুরিয়া যুব সংঘ মাঠে প্রথম দিনে খেলায় অংশ গ্রহণ করে খুলনা ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা জেলার তালা ফুটবল একাদশ। এতে ৬০ মিনিটের খেলায় তালা একাদশকে পরাজিত করে খুলনা একাদশ সেমিফাইনালের গৌরব আর্জন করে । খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হসাবে বিবোচিত হন, খেলোয়াড় হাবিবুর রহমান । খেলা পরিচালনা করেন, মোঃ বশির আহমেদ লালু। খেলা শেষে মোশাররফ হোসেন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
বক্তব্যদেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যদেন, খুলনা এলএ শাখার অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুর ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান। অন্যান্যর মধ্যে ছিলেন, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাজি আব্দুল্লাহ ও সভাপতি জাহঙ্গীর আলম, গাজী মোহাম্মদ রফি,এসএম রউফ, জামিল আক্তার লেলিন প্রমূখ।
আগামী ১৯ মার্চ শিরোমনি ফুটবল একাদশ বনাম ডুমুরিয়া ফুটবল একাদশ খেলায় মুখোমুখি হবে।
আরো খবর পদুন>>
Leave a Reply