বাদশা আলম, ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার বাগেরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
বাগেরহাট জেলা সহকারী পুলিশ সুপার সার্কেল ফকিরহাট,মোলাহাট) মোঃ রবিউল ইসলাম শামীম, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিধান কান্তি হালদার, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলিমুজ্জামান এছাড়াও স্হানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরো খবর পড়ুন>>
Leave a Reply