বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে ছাত্রজনতাকে গুলি-বোমা বিস্ফোরণ অভিযোগে মামলা, গ্রেফতার১ মোংলা বন্দরের সাথে খুলানস্হ রুজভেল্ট জেটি ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা বিগত ১৬ বছরে সরকার দেশের সবগুলো বিভাগকে তছনছ করে দিয়েছিল : মিয়া গোলাম পরওয়ার রূপসা নদীতে নৌকা বাইচে সুন্দরবন টাইগার্স প্রথম বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের বিকল্প নেই-বিআরডিবির প্রশিক্ষণে জেলা প্রশাসক  ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে আগামী নির্বাচন-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারী বিভাগীয় কমিশনারের প্রেসব্রিফিং খুলনায় দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু বেড়েছে মোবাইল সেবার খরচ আগে হাসিনার বিচার করতে হবে : হাসনাত
নোটিশ :
Wellcome to our website...

‘গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’

প্রতিনিধির নাম / ২৭ Time View
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে।

শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশ তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন বলেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ২৪ এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহিদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। গণপরিষদের সংবিধানে আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লেখা থাকতে হবে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে না। আমরা গণপরিষদের মাধ্যমে এমন একটি সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এর মধ্যে আমাদের বাধা দিতে কেউ আসলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, আমাদের স্পষ্ট কথা; বাংলাদেশের মাটিতে আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আরও রক্ত দেব। একদলীয় সংবিধানের মাধ্যমে দেশে বহুদলীয় রাজনীতি সম্ভব নয়। যে সংবিধান আমাদের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে, ৫৩ বছর নিপীড়নের শিকার করেছে সেই সংবিধানকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *