বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে ছাত্রজনতাকে গুলি-বোমা বিস্ফোরণ অভিযোগে মামলা, গ্রেফতার১ মোংলা বন্দরের সাথে খুলানস্হ রুজভেল্ট জেটি ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা বিগত ১৬ বছরে সরকার দেশের সবগুলো বিভাগকে তছনছ করে দিয়েছিল : মিয়া গোলাম পরওয়ার রূপসা নদীতে নৌকা বাইচে সুন্দরবন টাইগার্স প্রথম বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের বিকল্প নেই-বিআরডিবির প্রশিক্ষণে জেলা প্রশাসক  ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে আগামী নির্বাচন-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারী বিভাগীয় কমিশনারের প্রেসব্রিফিং খুলনায় দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু বেড়েছে মোবাইল সেবার খরচ আগে হাসিনার বিচার করতে হবে : হাসনাত
নোটিশ :
Wellcome to our website...

খুবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনকালে উপাচার্য

প্রতিনিধির নাম / ২১ Time View
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
খুবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনকালে উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের যৌথ উদ্যোগে ‘এনহ্যান্সিং এগ্রিবিজনেস কম্পিটিটিভনেস উইথ ডিজিটাল টেকনোলজি ফর ক্লাইমেট-স্মার্ট ফার্মিং ইন বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

এই কর্মশালার ফোকাল পারসন হিসেবে রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং সুইজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের ড. ইনগ্রিড ফ্রম। তাদের যৌথ উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। যেখানে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছেন সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ZHAW এবং বাংলাদেশি একটি উন্নয়ন সংস্থা BEDS।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক কৃষকরা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। ফসলি জমিতে লবণাক্ততার অনুপ্রবেশের পাশাপাশি অদক্ষ বিপণন চ্যানেলের মতো সমস্যাগুলোও কৃষকদের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলে। তাই কৃষকদের জীবন-জীবিকা উন্নয়নের জন্য এই ব্যবহারিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় উদ্ভাবনী সমাধান কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন প্রান্তিক পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করে। এমতাবস্থায় শিক্ষক, গবেষক ও প্র্যাকটিশনারদের দায়িত্ব হল উদ্ভাবনী সমাধানের পথ খোঁজা, যা কেবল কার্যকরই নয় বরং অন্তর্ভুক্তিও বটে। তাই আন্তর্জাতিক দক্ষতা ও স্থানীয় জ্ঞানের মিশ্রণে টেকসই কৃষি বিপণন মডেল তৈরি করা প্রয়োজন, যা নীতিনির্ধারক থেকে শুরু করে প্রান্তিক কৃষক পর্যন্ত সকলের জন্য উপকারী।

খুলনা বিশ্ববিদ্যালয় ও বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মতো আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতায় এই ধরনের কর্মশালা আয়োজন- বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, সুইজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সোশিও-ইকোনমিক অব রুরাল ডেভেলপমেন্টের সায়েন্টিফিক অ্যাসোসিয়েট ড. ইনগ্রিড ফ্রম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম।

কর্মশালা আয়োজক কমিটির চেয়ার ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়-বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস পার্টনারশিপের ফোকালপয়েন্ট ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন উপস্থাপন করা হয়। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশি-বিদেশি গবেষকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *