বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ৮ মার্চ ২০২৫ : পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘আলোর দিশারী’-তে বিশেষ ইসলামিক আলোচনা করেছেন রূপসী রূপসার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামিক আলোচক, মুহাম্মাদ শাহ মোয়াজ্জেম। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামস্থ আব্বাসিয়া জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব।
আলোচনার মূল বিষয় :- অনুষ্ঠানে তিনি আলেমদের গুরুত্ব ও তওবার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আলেমরা সমাজের পথপ্রদর্শক, যারা ইসলামের সঠিক জ্ঞান প্রচার করে মানবতার কল্যাণে অবদান রাখেন। সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম।
তিনি তওবার গুরুত্ব সম্পর্কে বলেন, সত্যিকারের অনুশোচনা ও আল্লাহর পথে ফিরে আসাই প্রকৃত মুক্তির পথ। তওবা মানুষের আত্মশুদ্ধির প্রধান মাধ্যম এবং আল্লাহর দয়া ও ক্ষমা লাভের অন্যতম উপায়।
মুহাম্মাদ শাহ মোয়াজ্জেমের ভূমিকা :- মুহাম্মাদ শাহ মোয়াজ্জেম একজন প্রতিষ্ঠিত ইসলামিক আলোচক, সুযোগ্য ইমাম ও খতিব, যিনি ইসলামের শিক্ষা প্রচারে নিরলস কাজ করে যাচ্ছেন। তার সুস্পষ্ট, তথ্যসমৃদ্ধ ও হৃদয়গ্রাহী আলোচনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রচার সময় ও দর্শকদের প্রতি আহ্বান :- নাগরিক টেলিভিশনের জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘আলোর দিশারী’ আগামীকাল, ৯ মার্চ ২০২৫, ভোর ৪:০০টায় সম্প্রচারিত হবে। ধর্মপ্রাণ মুসলিমদের এই অনুষ্ঠান নিয়মিত দেখার আহ্বান জানানো হচ্ছে।