www.bditsupport.com পরোপকারিতা মরিয়ম বেগমকে এনে দিয়েছে শ্রেষ্ঠ সম্মাননা – নতুন সকাল
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রূপসায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট ডুমুরিয়ায় আ’লীগ নেতা-কর্মীদের নিয়ে বিএনপি নেতাদের মিলন-মেলা ও মধ্যাহ্নভোজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রূপসায় যুবকের আত্মহত্যা রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ রূপসায় সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আজিজুল বারী হেলালকে ধন্যবাদ জানিয়ে রূপসায় শ্রমিক দলের মিছিল খুলনার সোনাডাঙ্গা ও রূপসায় দুই যুবক খুন পূর্ব রূপসায় শ্রমিকদলের আনন্দ মিছিল ও সমাবেশ রূপসায় থানা শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
সংবাদ শিরোনাম :
রূপসায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট ডুমুরিয়ায় আ’লীগ নেতা-কর্মীদের নিয়ে বিএনপি নেতাদের মিলন-মেলা ও মধ্যাহ্নভোজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রূপসায় যুবকের আত্মহত্যা রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ রূপসায় সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আজিজুল বারী হেলালকে ধন্যবাদ জানিয়ে রূপসায় শ্রমিক দলের মিছিল খুলনার সোনাডাঙ্গা ও রূপসায় দুই যুবক খুন পূর্ব রূপসায় শ্রমিকদলের আনন্দ মিছিল ও সমাবেশ রূপসায় থানা শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

পরোপকারিতা মরিয়ম বেগমকে এনে দিয়েছে শ্রেষ্ঠ সম্মাননা

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১.০২ এএম
  • ১৩৪ বার পঠিত
পরোপকারিতা মরিয়ম বেগমকে এনে দিয়েছে শ্রেষ্ঠ সম্মাননা

এস এম মাহবুবুর রহমান : রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের পরোপকারী গৃহবধু মরিয়ম বেগম। কারো বিপদ-আপদের কথা শুনলেই ছুটে যান। প্রয়োজন মত সহযোগিতা করেন। এলাকার কোন নারী গর্ভবতী হলে তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করান। প্রসূতি নারীর প্রসব বেদনার সংবাদ পেলে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যান। এলাকার কোন নারী শিক্ষার্থীর অর্থনৈতিক সংকটে লেখাপড়া বিঘিœত হলে ইউএনও’র দ্বারস্থ হওয়াসহ বিভিন্ন স্থান থেকে অর্থের ব্যবস্থা করে দেন। শুধু পরোপকারিতা নয় নিজের তিন কন্যা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হয়েছেন তিনি। এইসব উন্নয়নমূলক কর্মকান্ড তাকে এনে দিয়েছে খ্যাতি ও সম্মান। গত ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত
সন্মননা প্রদান অনুষ্ঠানে “আত্মনির্ভরশীল নারী” হিসেবে এই মরিয়ম জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কারে ভূষিত হন।
খুলনার রূপসা উপজেলা পল্লীর এই প্রথম কোন নারী এই সম্মাননা অর্জন করেন। রাজধানীর আগারগাও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আত্মনির্ভরশীল নারী হিসেবে ৪৯জন নারীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এদের মধ্যে ৪জনকে স্বাবলম্বী শ্রেষ্ট নারী পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এদের মধ্যে রূপসার মরিয়ম বেগম ১ম স্থান অর্জন করেন।
মরিয়ম ২০১৭ সালে জয়িতা পুরস্কারসহ কেয়ার ইন্টারন্যাশনাল, আহসানিয়া মিশনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার একাধিক পুরস্কার অর্জন করেছেন। মরিয়ম বেগম জাবুসা বিল পানি ব্যবস্থাপনা প্রকল্পের সদস্য।
মরিয়ম বেগম রূপসা উপজেলার এলাইপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক ও সামাজিক উন্নয়ন কর্মী গোলাম মোস্তফার সহধর্মিনী। আত্মপ্রত্যয়ী মরিয়ম জানান, পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে নিঃস্বার্থে কাজ করেছি। কখনো ভাবিনি এই ধরনের কোন পুরস্কার অর্জন করবো। তিনি বলেন, তবে এই পুরস্কার আমাকে আমার কর্তব্য পালনে আরও বেশি দায়িত্বশীল করে দিয়েছে।
সাংবাদিক গোলাম মোস্তফা স্ত্রী মরিয়ম সম্পর্কে বলেন, কারো বিপদ আপদের কথা শুনলেই বাড়ির কাজ ফেলে রেখে ছুটে যেত মরিয়ম। এতে আমরা পরিবারের কেউ কখনো কিছু মনে করিনি। কেননা আমি নিজেও একজন সামাজিক উন্নয়ন কর্মী। তার এই সফলতায় আমরা পরিবারের সবাই খুবই খুশি ও আনন্দিত।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, খুব বেশিদিন হয়নি আমি এই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বগ্রহণ করেছি। তবে অল্প দিন হলেও এই মরিয়ম সম্পর্কে যতটা জেনেছি উনি খুবই দায়িত্বশীলতার সাথে জনকল্যানে কাজ করে থাকেন। তার এই সফলতা দেখে আরো অনেক নারী এই ধরণের জনকল্যাণকর কাজে উদ্বুদ্ধ হবে। তার এই অর্জনে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে খুব শিঘ্রই সম্মাননা প্রদানের ব্যবস্থা করবো।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

2 responses to “পরোপকারিতা মরিয়ম বেগমকে এনে দিয়েছে শ্রেষ্ঠ সম্মাননা”

  1. Puraburn I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav

  2. Your writing has a way of resonating with me on a deep level. I appreciate the honesty and authenticity you bring to every post. Thank you for sharing your journey with us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ThemesBazar-Jowfhowo