বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার পৃথক দু’টি স্থানে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ৪ দিন অতিবাহিত হলেও এখনো থানায় মামলা হয়নি বা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
জানা যায়, গত ৩০মার্চ রবিবার সন্ধ্যায় রূপসা উপজেলার বাগমারা গ্রামের ফেরদাউস শেখের পুত্র রুবেল শেখ (৩২) বাগমারা মোমিন সুফি জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হলে ৬/৭টি মোটরসাইকেল যোগে ১৪/১৫ জন মুখোশ পরিহিত সন্ত্রাসী তার উপর চড়াও হয়।
এ সময় তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। রুবেল শেখ বুঝতে দৌড়ে গিয়ে প্রাণে বেঁচে যায়। এসময় সন্ত্রাসীদের হাতে রামদা এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে রুবেল শেখ দাবি করে। ঘটনার পর পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদ করেছে।
অপরদিকে একই দিনে এক ঘণ্টার ব্যবধানে রূপসা উপজেলার রামনগর গ্রামের সালাম শেখের পুত্র রবিউল ইসলাম (৩২) কে ৫/৬ জন সন্ত্রাসী গুলি বর্ষন করে। এ সময় তার পিঠে গুলিবিদ্ধ হলে নিকট আত্মীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পর পুলিশ দু’টি এলাকায় অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
রুবেলের পরিবার সূত্রে জানা গেছে ৭/৮ দিন পূর্বে জনৈক্য রিপনের সাথে তার একটি দ্বন্দ্ব হয়েছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হতে পারে বলে ভুক্তভোগী দাবি করছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুটি ঘটনায় পৃথক পৃথকভাবে অভিযোগ দিতে বলা হয়েছে কিন্তু কোন পক্ষই এখনো পর্যন্ত অভিযোগ দাখিল করেনি।
তবে পুলিশী অভিযান অব্যাহত আছে। সন্ত্রাসীদের অতিসত্বর গ্রেফতার করা হবে। দু’টি ঘটনা একই সন্ত্রাসীরা ঘটিয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে।