বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
রূপসা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর এর দীর্ঘ ছুটিতেও থেমে নেই রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। তাদের এই বিভাগের মাধ্যমে রূপসা উপজেলার পাঁচটি স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে মা,শিশুসহ সাধারন রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
খুলনা জেলাধীন রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, এ বছর পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে কার্যক্রম বন্ধ রয়েছে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী,আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠানসমূহ । দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহোদয় কর্তৃক গৃহীত সুচিন্তিত পরিকল্পনা ও বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা খুলনা মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা মোতাবেক রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ টি.এস বাহিরদিয়া (সদর পরিবার পরিকল্পনা ক্লিনিক) ঘাটভোগ শ্রীফলতলা, আইচগাতী ও নৈহাটি ইউনিয়নে অবস্থিত ০১(এক) টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ ০৩(তিন) টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে স্বাভাবিক প্রসব সেবা সহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু সহ সাধারন রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালিত হয় যার মধ্যে ৩৫ জন গর্ভবতী মা কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়। প্রতিটি সেবা কেন্দ্রে সংরক্ষিত গর্ভবতী মায়েদের মোবাইল নম্বর সম্বলিত তালিকা হতে মোবাইলের মাধ্যমে ২৭ জন গর্ভবর্তী মা কে পরামর্শ প্রদান করা হয় ১৮ জন মাকে প্রসবত্তোর সেবা প্রদান ছাড়াও ০৩ টি মা সমাবেশ ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পাবার কল্যাণ সহকারী দের প্রত্যক্ষ আয়োজনে বয়োসন্ধিঃ কালীন কিশোর-কিশোরী, নবদম্পতী, পাড়াপ্রতিবেশীদের সমন্বয়ে ০৩(তিন) টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৭৫ জন সাধারণ রোগী ও ৪৫ জন শিশু কে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা ছাড়াও পরিবার পরিকল্পনার পদ্ধতী ভিত্তিক সেবা প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত ছুটি চলাকালীন সময়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপসা, খুলনা এর সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ও সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপসা, খুলনা কর্তৃক নিয়মিত মনিটারিং কার্যক্রম পরিচালিত হয়।