বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকৃত অভ্যন্তরীণ কোন্দল, মোংলা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য রূপসা কলেজে ফ্যাসিবাদ যুক্ত ম্যানেজিং কমিটি নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ রূপসায় মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন রূপসায় ডাঃ প্রদীপ দেবনাথকে সংবর্ধনা হেফাজতে ইসলাম রূপসা উপজেলা কমিটি গঠণ ওয়ালটনের এসি কিনে ১০ লাখ  টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত বাংলাদেশে গনমাধ্যমের প্রতিকুলতা রূপসায় যৌথবাহিনীর অভিযানে  দেশি তৈরি অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার বটিয়াঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে পলাশের সৌজন্য সাক্ষাৎ
নোটিশ :
Wellcome to our website...

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন

প্রতিনিধির নাম / ৩০ Time View
আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোমবার উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের (ইটিভি) রজতজয়ন্তী। সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাবে দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা হয়। সকাল থেকে খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনীতিক নেতৃবৃন্দ, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠানস্থলে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

শুরুতে কোরআন তেলোয়াত করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মাওলানা ইউসুফ হাবীব। পরে একুশে টেলিভিশনের চেয়ারম্যান সিইও মো. আব্দুস সালাম এবং এমডি তাসনুভা সালামের পরিপূর্ণ সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজত করা হয়। একই সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই গণঅভ্যূত্থানের শহীদদের মাগফেরাত কামনার সাথে সাথে বাংলাদেশের সুখ-সম্বৃদ্ধি কামনা করা হয়।

প্রথমেই রজতজয়ন্তীর ২৫ পাউন্ড কেক কেটে কর্মসূচির সুচনা করেন অতিথিবৃন্দ। পরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল থেকে র‌্যালি বের হয়। স্যার ইকবাল রোড হয়ে নগরীর পিকচার প্যালেস মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয় র‌্যালিটি। এরপর আলোচনা সভার শুরুতেই অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তৃতা করেন একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।

আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি এ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাব আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, বিএফইউজে’র সাবেক নির্বাহী কালেরকণ্ঠ’র ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক আহম্মদ হামিম রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, একুশে টেলিভিশনের সাবেক ব্যুরো প্রধান রকিবউদ্দিন পান্নু, খুলনা টিভি রিপোর্টার্স সাধারণ সম্পাদক এসএ টেলিভিশনের ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি ও খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ আহমদ মুসা রঞ্জু।

বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ এবং গ্রহণযোগ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেয়ার প্রশংসা করেন। ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের দমন-নিপীড়নের নগ্ন শিকার একুশে টেলিভিশনের সিইও আব্দুস সালামকে তিন বছর কারানির্যাতনের ইতিহাস তুলে ধরে বক্তারা। একই সাথে ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে ঘুরে দাঁড়ানোর অধম্য প্রত্যয়ের শুভ কামনা জানিয়েছেন তারা।

আলোচনা সভার মাঝে খই-বাতাসা-মিষ্টি পরিবেশন করা হয়। আর আলোচনা সভার শেষেই পান্তা-ইলিশ-ভর্তা-চাটনি ও রসগোল্লা দিয়ে আতিথিয়তা করা হয়। একই সাথে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কিৃতিক অনুষ্ঠান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *