বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
রূপসা প্রতিনিধি : টোলমুক্ত রূপসা ঘাট আন্দোলন আন্দোলনকারী সমন্বয়কদের একটি টিম ১৫ এপ্রিল দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নিকট ২২৫০ জন স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি হাতে পেয়ে আজিজুল বারী হেলাল বলেন আপনারা কোন চিন্তা করবেন না আমি ইতোমধ্যে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলেছি।
রূপসা ঘাট দ্রুত টোল মুক্ত হবে। রূপসার সন্তান ও বিএনপির নেতা এসেছিলেন রূপসা উপজেলার বলটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখী উৎসবে প্রধান অতিথি হিসেবে। স্মারকলিপি প্রদানকালে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টোলমুক্ত রূপসাঘাট আন্দোলনকারীদের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাংবাদিক মোঃ বেনজির হোসেন, ছাত্রদের পক্ষে হাসান মর্জা, ফাহাদ গাজী, নাঈম রেজা, সোহান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শেখ হাফিজুর রহমান, মো: মিজানুর রহমান, শেখ হাফিজুর রহমান রাব্বি, নিলয় দত্ত।