নিজস্ব প্রতিবেদক : মোংলা বন্দরে প্রথমবারের মত কয়লার সব থেকে বড় চালান নিয়ে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মানা। গত ০৫ নভেম্বর লাইব্রেরিয়ান পতাকাবাহী এম.ভি মানা মাদার ভেসেলটি কাজী এন্টারপ্রাইজ এন্ড কাজী সোবাহান ট্রেড, রূপসা, খুলনার একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার ৫০০ মেট্রিকটন প্রাইভেট কয়লা নিয়ে ফেয়ার ওয়েতে এ্যাংকর করে। (বিস্তারিত পড়ুন)